ঢাবির চারুকলায় ছাত্রলীগের উদ্যোগে ‘ফুল উৎসব’

চারুকলায় ফুল উৎসব
চারুকলায় ফুল উৎসব   © টিডিসি ফটো

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ফুল বন্ধুর মত  পৃথিবীতে রঙ ছড়ায়’ এই স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ছাত্রলীগের উদ্যেগে চারুকলায় ফুল উৎসব আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন।

চারুকলার এক শিক্ষার্থী জানান, ফুল দিবস একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে নারী শিক্ষার্থীদের হস্তশিল্প প্রদর্শন করা হয়েছে। একজন শিল্পী যখন তার কাজ মানুষের সামনে তুলে ধরার প্রয়াস পান তখনই কেবল শিল্প সৃষ্টির আগ্রহ জন্মে তার ভিতরে। এভাবেই কিন্তু আমরা শিল্পীদেরকে নতুন সৃষ্টিতে উদ্ভুত করতে পারি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ফুল উৎসব একটি ট্র্যাডিশনাল উৎসব। শিল্প সংস্কৃতি অঙ্গণে সবচেয়ে বড় বাধা হচ্ছে মৌলবাদ। এই ধরনের ব্যতিক্রমী আয়োজন মৌলবাদের বিরুদ্ধে ফুল ফোটাবে। সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এমন আয়োজন অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ