ভর্তি পরীক্ষার আবেদন শেষ, ঢাবির আসনপ্রতি ভর্তিচ্ছু ৫০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি ভর্তিচ্ছু ৫০ জনের বেশি। তবে ইউনিটের হিসেবে এ সংখ্যা কম বা বেশি হবে।

বিশ্ববিদ্য়ালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম আজ মঙ্গলবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সবমিলিয়ে দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আরও কিছু ফি পরিশোধের তথ্য আপডেট হলে সামান্য কিছু সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়াই হবে প্রায় প্রায় ৪২ জনের।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের। বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৩৬৮জন। আসন প্রতি প্রার্থী প্রায় ৪০ জন।

এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এ পর্যন্ত ৭ হাজার ৯৬টি আবেদন পড়েছে। আসন প্রতি লড়াই হবে প্রায় ৫৫ জনের। কয়েকজনের ফি সমন্বয়ের পর এ সংখ্যা কিছুটা বাড়লেও খুব বেশি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। গত বছর পাঁচটি ইউনিটে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবার বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ