ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবি ছাত্রলীগ

এক শিক্ষার্থীকে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিসে
এক শিক্ষার্থীকে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিসে  © টিডিসি ফটো

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তীব্র গরমে স্বস্তি দিতে ভর্তিচ্ছু এবং তাদের অভিভাবকদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার (৩ মে) ইবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেন।

শাখা ছাত্রলীগের অন্য সেবার মধ্যে রয়েছে, পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ, ইলেকট্রনিকস ডিভাইস সংরক্ষণ, ঠান্ডা পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা, কলম বিতরণসহ সঙ্গে আসা অভিভাবক কর্নাসহ সার্বিক সহযোগিতা। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেন নেত-কর্মীরা।

ভর্তিচ্ছু অভিভাবক সাবিনা সুলতানা বলেন, গরমের মধ্যে আমাদের ফ্রিতে ঠান্ডা পানি দিয়েছে। আমাদের বসার ব্যবস্থা করেছে। তাদের সহযোগিতায় আমরা সন্তুষ্ট।

আরো পড়ুন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ছাত্রলীগ নেতারা জানান, পরীক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা অব্যহত রেখেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থাসহ পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ভবনে পৌছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস কাজ করেছে। সামনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাগুলোতেও এ সেবা অব্যাহত থাকবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এরই ধারাবাহিকতায় আজ ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, জয় বাংলা বাইক সার্ভিসসহ নানা কর্মসূচি পালন করেছে। সামনের পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ