শিক্ষকদের দ্বন্দ্বে বন্ধ কুবি ক্যাম্পাস, চলছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলছে ভর্তি পরীক্ষা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলছে ভর্তি পরীক্ষা  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও চলছে ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মে) বেলা ১১ টায় 'বি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  চলবে দুপুর ১২ টা পর্যন্ত।  

এর আগে ৩০ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস। একই সাথে বন্ধ ঘোষণা করা আবাসিক হলসমূহও। যার প্রভাব গুচ্ছের ভর্তি পরীক্ষায়ও পড়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য সময়ে ভর্তি পরীক্ষার সময় আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের ভিড় জমে। কিন্তু এবার আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দেখা যায়নি। 

ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আব্দুল মঈন বলেন, কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। অন্যদিনের চেয়ে আজ পরীক্ষার্থীদের উপস্থিতি বেশি। আর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ মে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ