চবির সিন্ডিকেট থেকে এক সদস্যের পদত্যাগ

অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও চবি লোগো
অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও চবি লোগো  © ফাইল ফটো

ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মহিবুল আজীজ পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল থেকে মনোনীত সিন্ডিকেট সদস্য ছিলেন।  

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিষয়টি অধ্যাপক ড. মহিবুল আজীজ নিজেই দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যক্তিগত উল্লেখ করে আমি চবির সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছি। দুপুর ১২টার পর রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

অধ্যাপক ড. মহিবুল আজীজ আরও বলেন, আমি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলাম ২০১৫ সালে। মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু এখন ২০২৩ সাল চলে এসেছে। দীর্ঘদিন সিন্ডিকেট নির্বাচন না হওয়াতে আমরাই এতদিন ছিলাম। আমার মেয়াদ শেষ হওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে। তাই আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মহিবুল আজীজ কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।


সর্বশেষ সংবাদ