চবিতে আসন ফাঁকা ২৩৮, পঞ্চম মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটাে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ২৩৮টির মতো আস ফাঁকা রয়েছে। এসব আসন পূরণের জন্য পঞ্চম মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত সোমবার ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির (কোর কমিটি) ১৩তম সভায় ফাঁকা আসন পূরণে পঞ্চম মেধাতালিকা প্রকাশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন। তিনি জানান, আমাদের বিভিন্ন বিভাগে প্রায় ২৩৮টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলো পূরণের জন্য আরেকটি মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে চবির আইসিটি সেলের পরিচালক, আমাদের একাডেমিক কোর কমিটি পঞ্চম মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করে এ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা হবে।


সর্বশেষ সংবাদ