আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রেফারি রাবি শিক্ষক

কামরুজ্জামান চঞ্চল
কামরুজ্জামান চঞ্চল  © টিডিসি ফটো

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল। তিনি ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বারের মতো এ দায়িত্ব পালন করবেন।

আগামী ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক এ প্রতিযোগিতার পর্দা নামবে। দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কামরুজ্জামান চঞ্চল বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আমি ভারতের গোয়াতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য গর্বের ছিল। সেই প্রতিযোগিতায় আমি বেস্ট রেফারি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। দ্বিতীয় বারের মতো আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি এবারও বেস্ট রেফারি অ্যাওয়ার্ড অর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের নাম উজ্জ্বল করব।

আরও পড়ুন: ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাবিতে আনন্দ মিছিল

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা শেষ করে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পাঞ্জাবের অরমৃতসরে 'ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়েন্দো চ্যাম্পিয়নশিপ' এ রেফারির দায়িত্ব পালন করব।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তায়কোয়ান্দো নিয়ে কাজ করে যাচ্ছিলেন এই শরীরচর্চা শিক্ষক। কোরিয়ার জাতীয় খেলা হওয়ায় সেখানেই এর চর্চা সবচেয়ে বেশি হয়। কোরিয়া ফাউন্ডেশনের স্কলারশিপের অধীনে সগাং বিশ্ববিদ্যালয় থেকে ১ বছর মেয়াদি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করে ভাষাটিও আয়ত্ত করে নিয়েছেন চঞ্চল।


সর্বশেষ সংবাদ