রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যু: হাসপাতালে ব্যাপক ভাঙচুর

হাসপাতালে শিক্ষার্থীদের অবস্থান ও ইনসেটে শাহরিয়ার
হাসপাতালে শিক্ষার্থীদের অবস্থান ও ইনসেটে শাহরিয়ার  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখনো সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাহরিয়ারকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আহত অবস্থায় শাহরিয়ারকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার সহপাঠীরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। এরপরই তারা তারা হাসপাতালে ভাঙচুর শুরু করে। ভাঙচুরে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখনো হাসপাতালেই অবস্থান করছেন। ফলে সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, রামেক হাসপাতালে রাবির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে তার সহপাঠীরা সেখানে ভাঙচুর চালিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।


সর্বশেষ সংবাদ