‘উন্নয়ন সুসংহত করতে তরুণদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:২২ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:২২ PM
বাংলাদেশের উন্নয়ন সুসংহত করতে তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘মহান বিজয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ ডিসম্বর) অনলাইন প্লাটফর্মে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত প্রকাশ করেন।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, উপাচার্য (ভারপ্রাপ্ত) মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে ইউজিসি ব্লেন্ডেড লার্নিং ক্যারিকুলাম, আউটকাম বেইজড এডুকেশন প্রণয়ন ও ক্যারিকুলাম যুগোপযোগী করার উদ্যোগ গ্ৰহণ করেছে।
এছাড়া, তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশের সত্যিকার উন্নয়নে অবদান রাখার আহবান জানান।