ইমোশনাল হয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া যায় না: ইউজিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ PM
দেশব্যাপী বিশ্ববদ্যিালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবেগি হয়ে ক্যাম্পাস খুলে দেয়ার সিদ্ধান্ত উচিত হবে না বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। আজ সোমবার সকালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইমোশনাললি সিদ্ধান্ত নিয়ে নিয়ে হল বা ক্যাম্পাস খুলে দেওয়া যায় না। কারণ ব্রিটেনে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন ধরনের করোনা পাওয়া গেছে। তাই হল খুলে দিয়ে ছাত্রছাত্রীদের বিপদের মুখে ফেলে দেওয়া যাবে না।
এর আগে গতকাল রবিবার তিনি শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা হবে না বলে জানিয়েছেন।
তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার একটি পরিকল্পনা করেছে সরকার। এখন তো ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা টিকা নিচ্ছেন। এর পরের ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকেন, তাদেরও টিকা দেয়ার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ভ্যাকসিন দেয়া সম্পন্ন হলেই বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে।
পড়ুন: বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সরব শিক্ষার্থীরা, পাশে ছাত্র নেতারাও
হল খোলার দাবিতে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। রাজশাহী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
ইউজিসি সদস্য বলেন, এখন যেমন হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, খোলার পর একটি ছেলে বা মেয়ে আক্রান্ত হয়ে মারা গেলে তখন প্রশাসনের বিরুদ্ধে উল্টো আন্দোলন করবে। তখন স্লোগান হবে ‘আমার ভাই-বোন মরল কেন প্রশাসন জবাব দে’। সেক্ষেত্রে অবশ্যই বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে করোনাকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুর ২টার দিকে অনলাইনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।