লিংকডইনে পোস্ট শিডিউল করবেন যেভাবে

লিংকডইন
লিংকডইন   © সংগৃহীত

বর্তমানে লিংকডইন  বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি। কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট গুগলের বার্ডের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত, পুরো বিশ্বের লিংকডইনের ব্যবহারকারীর সংখ্যা ৪১.৪ কোটি। 

লিংকডইনের ব্যবহারকারী সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালের একই সময়ে লিংকডইনের মোট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৮.৬ কোটি। সতরাং সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন সঠিক সময়ে সঠিক পোস্ট করা জরুরি। সেজন্য আপনাকে লিংকডইন শিডিউল পদ্ধতি সম্পর্কে জানতে হবে। চলুন, জেনে নেওয়া যাক লিংকডইনের শিডিউলের ধাপগুলো।

লিংকডইনের শিডিউলের ধাপগুলো

১. পোস্ট শিডিউল সুবিধা ব্যবহারের জন্য লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশ করে নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে।

২. পোস্ট লেখার একটি পেজ দেখা যাবে। এবার পেজটিতে পোস্ট লিখে ওপরের ডান দিকে থাকা ক্লক আইকনে ট্যাপ করে প্রকাশের তারিখ ও সময় নির্বাচন করতে হবে। এরপর নেক্সট বাটনে ট্যাপ করে শিডিউল বাটনে প্রেস করলেই নির্দিষ্ট সময়ে পোস্টটি লিংকডইন দেখা যাবে।

৩. কম্পিউটার থেকে এ সুবিধা ব্যবহারের জন্য লিংকডইনের হোমপেজ থেকে স্টার্ট আ পোস্ট অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর ক্রিয়েট আ পোস্ট পেজে পোস্ট লেখার পর ক্লক আইকনে ক্লিক করে তারিখ ও সময় নির্বাচন করতে হবে। এরপর নেক্সট বাটনে ট্যাপ করে শিডিউল বাটন প্রেস করতে হবে।


সর্বশেষ সংবাদ