ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে সোহরাওয়ার্দীর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ PM
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে সোহরাওয়ার্দী কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যাত্রা করছেন। এসময় একটি ভিডিওতে দেখা যায়, প্রায় দুই’শ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শনির আখড়ার রাস্তা ধরে চলতে থাকে। তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। আজ রবিবার সন্ধ্যায় ৬টার পর ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত কলেজটির দিকে তারা রওয়ানা দেন।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা চলাকালীন সময়ে সোহরাওয়ার্দী কলেজে হঠাৎ অতর্কিত হামলা চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ ৩৫ কলেজের শিক্ষার্থীরা।
এসময় হামলাকারীরা ক্যাম্পাসে প্রাঙ্গণে থাকা কলেজের মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি প্রাইভেট কার, দুইটি মোটর সাইকেল ভাঙচুর করে। এমনকি বাদ যায়নি ক্যাম্পাসের ডিজিটাল নোটিশ বোর্ডটিও।
নিচতলা থেকে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উঠে বাংলা, ইংরেজি বিভাগ ও অফিসরুমে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে শিক্ষার্থীরা। একই ভবনে অবস্থিত ইসলামিক স্টাডিজ এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগেও ভাঙচুর করেন তারা। বাদ যায়নি পরীক্ষার হলে থাকা বেঞ্চগুলো ও উপাধ্যক্ষের কার্যালয়ও। তৃতীয় তলায় অবস্থিত প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে ভাঙচুর ও লুটপাট চালায় এসময় গবেষণাগারে থাকা কঙ্কালটিকেও লুট করে নিয়ে যাওয়া হয়।