ডিপ্লোমা কৃষিবিদদের আট দফা দাবিতে এটিআই শিক্ষার্থীদের বিক্ষোভ
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ PM

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আটটি দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে শতাধিক শিক্ষার্থী ‘আট দফা আট দাবি, মানতে হবে মেনে নাও’, ‘কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেনো? বাংলাদেশ জবাব চাই’ প্রভৃতি স্লোগান দিয়ে জেলা পরিষদ ভবনের সামনে সমবেত হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবিগুলো হল— ১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভর্তির সুযোগ সৃষ্টি, ২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ. ৩. শিক্ষক সংকট দূর করে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে নেয়া, ৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক পদে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার, ৬. বেসরকারি খাতে ন্যূনতম দশম গ্রেডের বেতন নিশ্চিতকরণ,৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা ও ৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ফাউন্ডেশন ট্রেনিং।
জেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শোনার আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
শিক্ষার্থী নেতা মুনতাসির রহমান বলেন, ‘আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মেহেদী হাসান, আজওয়াদ আহমেদ, আরাফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা আগামী সপ্তাহে তাদের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে আন্দোলনের ডাক দিবে।