কারিগরির সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে নির্দেশনা জারি

  © লোগো

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত দেশের কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ নির্দেশনা পরিবর্তিত হতে পারে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হলো।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।


সর্বশেষ সংবাদ