জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির হোসেন ও মাসরিক হাসান
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাসরিক হাসান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ১৫ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে দুই প্যানেল থেকে ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। তার বিপরীতে ২৫৩ ভোট পেয়েছেন অধ্যাপক ড.আশরাফুল আলম। অন্যদিকে ২৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মাসরিক হাসান। তার বিপরীতে ২৫৩ ভোট পেয়েছেন ড. নাজমুন নাহার।
আরও পড়ুন: এমআইটিতে পড়ার সুযোগ পেলেন উচ্চমাধ্যমিকের ছাত্রী নুজহাত
এছাড়াও কমিটিতে অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন সহ সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মমিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ মহসিন রেজা, কোষাধ্যক্ষ ড. মো: মিরাজ হোসেন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ লুতফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন, ড. এ এম এম গোলাম আজম, অধ্যাপক ড.ফারহানা জামান, শামীমা আক্তার, মো: আশরাফুল ইসলাম, ড. মো: আইনুল ইসলাম, ড. শামসুন নাহার, ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।