‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২২, ০৯:২১ PM , আপডেট: ২৯ মে ২০২২, ০৯:২১ PM
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, শিক্ষাঙ্গনে ছাত্রদল বা অন্য কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত আছে। ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবিদাওয়ার পাশে থেকে ছাত্রলীগ কাজ করবে।
রবিবার (২৯ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, সন্ত্রাসের আস্তানা এই ক্যাম্পাসে হবে না। যারা আমাদের নেত্রীকে নিয়ে ধৃষ্টতা দেখিয়েছে, ক্যাম্পাসে আসতে হলে তাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে। ছাত্রলীগও পাশে থেকে তাদের প্রতিহত করবে।
আরও পড়ুন: ঢাবিতে আসতে হলে ছাত্রদলকে ক্ষমা চাইতে হবে: জয়
তিনি বলেন, যারা জাতির পিতার আদর্শকে ভূলুণ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের প্রতিহত করার জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। ছাত্রলীগের কোনো প্রশাসনের সহযোগিতা দরকার হয় না। আগামী নির্বাচন সামনে রেখে খালেদা জিয়া ও তারেক রহমান বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র সফল হবে না। ছাত্রলীগ রাজপথে দাঁতভাঙা জবাব দেবে।
এদিন সকাল নয়টায় ছাত্রলীগের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতা-কর্মী সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন। কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান বেলা ১১টার পর। পরে দুপুর ১২টার মধ্যে কর্মসূচি শেষ করে তাঁরা চলে যান।
জয় বলেন, দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যখনই ষড়যন্ত্র করা হবে, বাংলাদেশের ছাত্রসমাজ কারও নির্দেশের অপেক্ষায় থাকবে না। দুর্বার আন্দোলন নিয়ে রাজপথে নেমে এসে দুর্বার লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে সন্ত্রাসী তাণ্ডববাহিনীকে পরাজিত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত রয়েছে।