শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা কলেজে ছাত্রলীগের মানববন্ধন

শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা কলেজে ছাত্রলীগের মানববন্ধন 
শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা কলেজে ছাত্রলীগের মানববন্ধন   © টিডিসি ফটো

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলারও প্রতিবাদ জানানো হয়। রবিবার (২৯ মে) দুপুরে কলেজের মূল ফটকের সামনে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি করোনা মহামারির ক্ষতি কাটিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিক্ষকরা যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ছাত্রদল অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল করার অপকৌশল নিয়েছে।

বক্তারা বলেন, ছাত্রদলের ক্যাডাররা দেশীয় অস্ত্র হাতে অছাত্র-বহিরাগতদের সাথে নিয়ে যখন ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছে সাধারণ শিক্ষার্থীরা তখন তাদের প্রতিরোধ করেছে। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছে।

আরও পড়ুন: ঢাবিতে আসতে হলে ছাত্রদলকে ক্ষমা চাইতে হবে: জয়

তারা বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশহিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করার প্রবণতা বিএনপি-জামায়াত বরাবরই পোষণ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই করুক না কেন তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অছাত্র-বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত করার সুযোগ সাধারণ শিক্ষার্থীরা কখনই দেবে না।

এসময় গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদলের হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসে সহিংসতার উদ্দেশ্যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানান তাঁরা।


সর্বশেষ সংবাদ