ছাত্রদলের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: জয়

মানববন্ধনে বক্তব্য রাখছেন আল নাহিয়ান খান জয়
মানববন্ধনে বক্তব্য রাখছেন আল নাহিয়ান খান জয়  © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই করুক না কেন তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অছাত্র-বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত করার সুযোগ সাধারণ শিক্ষার্থীরা কখনই দেবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে বরাবরই তাদের প্রতিহত করে এসেছে, আগামীতেও প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সংকল্পবদ্ধ।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ‘ঢাবির সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদলের হামলা’র প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানবন্ধন কর্মসূচিতে জয় বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সন্ত্রাসী বাহিনী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই সন্ত্রাসী বাহিনী ছাত্রদল অছাত্র ও বহিরাগতদের দিয়ে আবারও সেইসব দিন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশহিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করার প্রবণতা বিএনপি-জামায়াত বরাবরই পোষণ করে।

আরও পড়ুন: নেপালে ২২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রেসক্লাবের সামনে তাদের বক্তব্যে উসকানি ও ধৃষ্টতারসীমা লঙ্ঘন করেছেন। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসব বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় ১৯৭৫ সালে খুনি জিয়ার নেতৃত্বেই ১৫ আগস্ট হত্যাকাণ্ড হয়েছিল। আবারও তারা বাংলাদেশ খুনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ শক্ত হাতে তাদের দমন করবে।


সর্বশেষ সংবাদ