শিক্ষামন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লোগো।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লোগো।  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বক্তৃতায় এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না বলে জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য সরকারের উচ্চ শিক্ষা সংকোচন নীতিরই প্রতিফলন। সরকার ইতিহাসবীদ, ভাষাবীদ, গবেষক, শিল্পী, সাহিত্যিক, ডাক্তার চায় না। তারা চায় এমন একদল দক্ষ কারিগর যাদের শ্রম অতিসস্তায় দেশের পুঁজিপতিরা শোষণ করে মুনাফার পাহাড় গড়তে পারে।

আরও পড়ুন: সাবজেক্ট ম্যাপিংয়ের বিপক্ষে শিক্ষার্থী-অভিভাবকরা, সায় নেই কর্তৃপক্ষের

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক ও মানবিক অধিকার। গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না এমন কথার মধ্যে দিয়ে শিক্ষার অধিকার কে সংকুচিত করা হবে। প্রতি বছর যে হারে এইচএসসি পাশ করে, সরকার তাদের উচ্চশিক্ষা ও কর্মের নিশ্চয়তা দিতে পারেনি এখনও। দেশের জনগণকে শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব এড়াতেই শাসকগোষ্ঠী শিক্ষা ধ্বংসের এই চক্রান্ত করে আসছে সেই বৃটিশ শাসনামল থেকেই।

ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, বারবার ছাত্র সমাজ এই চক্রান্তকে ভেস্তে দিয়েছে।

এদিকে, শিক্ষার বাণিজ্যিকীকরণ, সংকোচনসহ সকল চক্রান্তের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। পাশাপাশি নেতৃবৃন্দ জনগণকে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই পদ্ধতির বৈষম্যহীন শিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

আরও পড়ুন: গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

প্রসঙ্গত, গতকাল লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, গণহারে সবাইকে অনার্স ও মাস্টার্স পড়ানো হবে না। বিষয়টি নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। কেননা আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হবে।


সর্বশেষ সংবাদ