খালেদার মুক্তি চান ১০০১ জন সাবেক ভিপি, জিএস-এজিএস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৫৯ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৫৯ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ১৯৮০-১৯৯০ দশকের বিভিন্ন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসরা। আজ সোমবার বিকালে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশবাসী অবগত আছেন যে, ‘গণতন্ত্রের প্রতীক’ খালেদা জিয়া দীর্ঘ কারাবাসের কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সব শ্রেণী-পেশার মানুষের একটাই দাবি-খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বিদেশে বেগম জিয়ার সুচিকিৎসার এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বর্তমান সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাচ্ছে। এমতাবস্থায় ১৯৮০-৯০ দশকের বিভিন্ন কলেজের নির্বাচিত ১০০১ জন সাবেক ভিপি, জিএস ও এজিএস যৌথ বিবৃতিতে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসার দাবি আদায় করা হবে।
বিবৃতি স্বাক্ষরদানকারী উল্লেখযোগ্য সাবেক ছাত্র নেতৃবৃৃন্দ হলেন মীর নেওয়াজ আলী, সাবেক ভিপি ঢাকা কলেজ; এজিএম শামসুল হক, সাবেক ভিপি সরকারী তিতুমির কলেজ; হেলেন জেরিন খান, সাবেক ভিপি ইডেন কলেজ; এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক ভিপি তেজগাঁও কলেজ; নেওয়াজী হালিমা আরলী, সাবেক ভিপি বেগম বদরুন্নেসা কলেজ; মাহবুবুল হক নান্নু, সাবেক ভিপি বিএম কলেজ বরিশাল; খন্দকার মাশুকুর রহমান, সাবেক ভিপি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ; খায়রুল বাশার, সাবেক ভিপি বগুড়া আজিজুল হক কলেজ; আলী রেজাউর রহমান রিপন, সাবেক ভিপি কবি নজরুল কলেজ; শামীম পারভেজ, সাবেক ভিপি বাংলা কলেজ; গোলাম হায়দার মুকুট, সাবেক ভিপি শহীদ সোহরাওয়ার্দী কলেজ; আমিনুল হক আমিন, সাবেক ভিপি আবুজর গিফারী কলেজ; মো. আরিফুল হক, সাবেক ভিপি মিরপুর হোমিও কলেজ; তরিকুল ইসলাম জহির, সাবেক ভিপি সুন্দরবন কলেজ খুলনা; শহিদুল ইসলাম, সাবেক ভিপি সরকারী হাজী মহসিন কলেজ; হারুন অর রশীদ, সাবেক ভিপি ঢাকা কলেজ; আব্দুল বাতেন নকী, সাবেক ভিপি তিতুমির কলেজ; জেড মর্তুজা চৌধুরী তুলা, সাবেক ভিপি ঢাকা কলেজ; রফিকুল ইসলাম মাসুম, সাবেক ভিপি হরো গঙ্গা কলেজ; মো. হানিফ, সাবেক ভিপি তিতুমির কলেজ; আবু সুফিয়ান দুলাল, সাবেক ভিপি তেজগাঁও কলেজ; মো. সোলেমান, সাবেক ভিপি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট; মো. শমসের আলম, সাবেক ভিপি তেজগাঁও কলেজ; জাবেদ কামাল রুবেল, সাবেক ভিপি কবি নজরুল কলেজ; মো. সাজ্জাদ জহির, সাবেক জিএস আবুজর গিফারী কলেজ; মো. জাকির হোসেন, সাবেক জিএস ঢাকা কলেজ; আব্দুল কাদের বাবু, সাবেক জিএস তিতুমির কলেজ; জাবেদ আহমেদ, সাবেক জিএস ঢাকা কলেজ; শাহানা আক্তার শানু, সাবেক জিএস বদরুন্নেসা কলেজ; আবুল মনসুর আহমেদ, সাবেক জিএস আবুজর গিফারী কলেজ; সাইমুম বেগম, সাবেক জিএস ইডেন কলেজ; জামাল হোসেন খান রিপন, সাবেক জিএস তিতুমির কলেজ; মো. মামুন, সাবেক জিএস বোরহান উদ্দিন কলেজ; মোজাহারুল ইসলাম অপু, সাবেক জিএস সোহরাওয়ার্দী কলেজ; আনিসুজ্জামান বিটু, সাবেক জিএস তেজগাঁও কলেজ; বিলকিস জাহান শিরিন, বরিশাল বিএম কলেজ; আব্দুল মোনায়েম মুন্না, আবুজর গিফারী কলেজ; মাজহারুল হক সোহাগ, ঢাকা কলেজ।