খালেদার চিকিৎসার দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের মশাল মিছিল

তিতুমীর কলেজ ছাত্রদলের মশাল মিছিল
তিতুমীর কলেজ ছাত্রদলের মশাল মিছিল   © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদল। মিছিলটি গুলশান-১ থেকে শুরু হয়ে তিতুমীর কলেজ সংলগ্ন লেগপার চেকপোস্টে গিয়ে শেষ হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব প্রার্থী কাজী সাইফুল ইসলামের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, যদি খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি না দেয়া হয়, তাহলে আমরা খালেদা জিয়ার চিকিৎসার এ আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রুপান্তরিত করবো। তাই অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

মশাল মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজদুক হোসেন শ্রাবণ, সালেহ আহমেদ বাপ্পি, সাবেক সহ সাধারণ সম্পাদক রাশেদ মৃধা, সাবেক সহ দপ্তর সম্পাদক মো. কাওছার, ছাত্রনেতা আবুবকপ্র সিদ্দিক বাবু, হাসান উল্লাহ, ইমরান হোসেন রাকিব, জহিরুল ইসলাম, আবদুল হামিদ, মো. আতিক, রাকিব আমির, মো. রিয়াদসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ