৩০ জুলাই-১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র ও যুব অধিকারের কাউন্সিল

লোগো
লোগো  © ফাইল ছবি

চলতি বছরের আগামী ৩০ জুলাই মধ্যে ছাত্র অধিকার পরিষদ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুব অধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনে স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রবিবার (০৪ জুলাই) বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুলহক নুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এর আগে, সংগঠনটির কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল সেটির সমাধানে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। ওই সভায় নতুন এ সিদ্ধান্ত নেয় হয়েছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিীপ নুরুলহক নুরকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

নুরুলহক নুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের এক যৌথ আলোচনা সভায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, একইসাথে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুব অধিকার পরিষদের কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনে স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ