জাবি ভর্তিচ্ছুদের কাছে শহিদ ওয়াসিম বাইক সার্ভিস যেন স্বপ্নের সারথি
- ফারুক হোসাইন, জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেরিতে আসা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করেছে শহিদ ওয়াসিম বাইক সার্ভিস। ভর্তি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এই সার্ভিস প্রদান করেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ছাত্রদলের শহিদ ওয়াসিম বাইক সার্ভিসের সেবা নিয়ে অনেক পরীক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন। এরকম অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসে পৌঁছেছেন যাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না অজানা ক্যাম্পাসে সঠিক সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছার। কিন্তু তাদের অনেকেই শহীদ ওয়াসিম বাইক সার্ভিসের সেবা নিয়ে সঠিক সময়ে পরীক্ষায় বসতে পেরেছেন। ফলে শহীদ ওয়াসিম বাইক সার্ভিসের সেবা প্রাপ্ত অনেক শিক্ষার্থী এটিকে স্বপ্নের সারথি হিসেবে সাব্যস্ত করেছেন।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মসূচি পালন করছেন জাবি ছাত্রদলের নেতাকর্মীরা। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকেও বাইক চালিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে।
সেবাপ্রাপ্ত শিক্ষার্থী নিঝুম বলেন, আমি ক্যাম্পাসে পৌঁছাতে দেরি করি। পরীক্ষা শুরুর মাত্র ২ মিনিট বাকি ছিল। এমতাবস্থায় শহিদ ওয়াসিম বাইক সার্ভিসের মাধ্যমে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। আরেক শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, আমি এই ক্যাম্পাসের কিছুই চিনি না। হাতে সময় ছিল মাত্র ১০ মিনিট। এসময় জেলা সমিতির টেন্ট থেকে ছাত্রদলের টেন্টের সন্ধান দিয়ে বলা হয়, তারা আমাকে সময়মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে পারবে। তাদের কথামতো এখানে এলে আমি বাইক সেবা পাই। তাদের এই সেবা না পেলে হয়তো আমার পরীক্ষা কেন্দ্রে ঢুকতে অনেক দেরি হতো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য শহিদ ওয়াসিম বাইক সার্ভিস অব্যাহত রেখেছি। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় এক বোনের মৃত্যু হলে বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এতবড় ক্যাম্পাসে চলাচলের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্যাডেল রিকশা নেই। এমতাবস্থায় আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এটি চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা ছাত্রদল পরিবার গর্বিত। এভাবেই জনহিতকর কার্যক্রম চালিয়ে যেতে চাই।
উল্লেখ্য, আজ ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়।