ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মানিক, সেক্রেটারি মোস্তাকিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:২১ PM
রাজধানীর ঢাকা কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হক মানিক এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাকিম আহমেদ।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।
জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
সমাপনী সেশনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।