কমিটি বাতিলের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ উত্তর ছাত্রদলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM
ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে, অযোগ্য, নিষ্ক্রিয় বহিরাগতদের দিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান নেতাকর্মীরা।