ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের চারটি ইউনিট কমিটি গঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৪৭ PM
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের অধীন আবুজর গিফারী কলেজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, মতিঝিল থানা ও শাহজাহানপুর থানার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক আজ এসব কমিটি অনুমোদন করেছেন বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী।
আবুজর গিফারী কলেজ : সাদেক হোসেনকে সভাপতি ও মোঃ আমিনুল ইসলামে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয়েছে আবুজর গিফারী কলেজের কমিটি। এই ইউনিটে আরো দায়িত্ব পেয়েছেন-- সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম রাসেল, সহ সভাপতি মোঃ রেজাউল করিম রজনী, আহমাদুল হাসান ইসহাক, মোঃ মশিউর রহমান ও মোঃ আল আমিন। সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হাসান উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ খান ও মোঃ খলিলুর রহমান। সহ সাধারণ সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম ও মোঃ সোহানুর রহমান। সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোল্লা সাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ও মোঃ জাহিদ হোসেন মজুমদার। এছাড়া মোঃ মাকসুদুর রহমানকে প্রচার সম্পাদক ও মোঃ ইউসুফকে দপ্তর সম্পাদক করা হয়েছে এই ইউনিটে।
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ : এস এম নাসির উদ্দিনকে সভাপতি ও সজীব আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের আংশিক কমিটি। এছাড়া তারেকুর রহমান বাবুকে সিনিয়র সহ সভাপতি, মাহফুজুল ইসলাম ভূইয়া মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক ও মোঃ সালাউদ্দিনকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
মতিঝিল থানা : রাজধানীর গুরুত্বপূর্ণ এই ইউনিটে ইমরান খান ইমনকে আহবায়ক ওজুবায়ের আতিক রিজভীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন- মোঃ আনিসুর রহমাস সোহেল, সুভাষ বাড়ৈ, মোঃ আবুল কাসেম, মোঃ মাসুদ আহমেদ, হযরত আলী বাবু, মোঃ দেলোয়ার হোসেন শাকিল, কাজী সালমান আহমেদ রাজন, মোঃ বেলায়েত হোসেন খাঁন শোভন, এ. এস. এম কামরুজ্জামান, সজীব চন্দ্র দাস, মোঃ জুবায়ের আহমেদ আকাশ, মোঃ বেলাল হোসেন, এইচ এম রিয়েল ও ওমর ফারুক রাসেল।
শাহজাহানপুর থানা : মোঃ আল আমিনকে সভাপতি, অভিন খান সিনিয়র সহ সভাপতি, মোঃ সোহাগ ভূইয়া সাধারণ সম্পাদক, মোঃ আলমগীর হোসেন আজাদ সিনিয়র যুগ্ম সম্পাদক ও এস এম ফাহিম আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।