ঢামেকে অর্ধশত রোগী, ২৫ জন গুলিবিদ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৩:০৮ PM
সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের শতাধিক আহত হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ঢাকা মেডিকেলে অর্ধশতাধিক রোগী আসতে দেখা যায়। যাদের মধ্যে ২৫ জন গুলিবিদ্ধ। এদিকে সারাদেশে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে।
রবিবার (৪ আগস্ট) ঢাকা মেডিকেলে এ চিত্র দেখা যায় বলে নিশ্চিত করেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক। সরেজমিনে দেখা যায়, রিক্সা, সিএনজি করে রোগীরা আসছেন। ডাক্তাররা তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন।
কয়েকজন রোগী জানিয়েছেন ধানমন্ডি এবং সাইন্সল্যাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন, আরিফ (২৫) পোশাকশ্রমিক, কাচপুর। মোদাসসির সরকার (২২) সায়েন্সল্যাব। শিহাব (১৯) জিগাতলা। বিস্তারিত আসছে...