০৪ আগস্ট ২০২৪, ১৩:৪২
মাগুরায় জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী নিহত

চলমান আন্দোলনে মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। তার বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি জানান, এ পর্যন্ত অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী-সম্পাদক ওমর ফারুক

বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও রেলপথ অবরোধ

চট্টগ্রামে ছাত্র ফেডারেশনের কর্মীকে ছাত্রলীগ বলে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের তথ্য আহবান
