হামলায় ঢাবির শতাধিক শিক্ষার্থী আহত: ইনান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৫:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদন শেখ ওয়ালী আসিফ ইনান। সোমবার (১৫ জুলাই) সংঘর্ষ পরবর্তী সময়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা করছে। তারা ছদ্মবেশে মেয়েদের উপর হামলা করে অন্যদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে ইনানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্ত্বরে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার পর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলায় কয়েকজন নারী শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানা গেছে।