ছাত্রলীগের ‘অতর্কিত’ হামলায় হাসপাতালে ছাত্রদলের ৫ নেতা

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত এক ছাত্রদল নেতা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত এক ছাত্রদল নেতা  © সংগৃহীত

রাজধানীর শাহবাগে আড্ডরত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ‘অতর্কিত’ হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে সংগঠনটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত নেতাকর্মীরা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক রেজোয়ান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, বিজয় একাত্তর হলের সভাপতি সোহেল রানা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আল আমিন।

আহতদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৪-১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলে এসে ‘এখানে কী করিস তোরা’ বলেই তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন এ এফ রহমান হলের জার্সি পরিহিত ছিল। তবে কাউকে চিনতে পারেননি তারা।

আরও পড়ুন: এক যুগ পর চবিতে প্রকাশ্যে মিছিল করল ছাত্রদল

ছাত্রদলের বিজয় একাত্তর হলের সভাপতি সোহেল রানা বলেন, আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ১৩-১৪টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। এ সময় আমাদের বেশ কয়েকজন আহত হন। আমাকেও তারা গালে ও মুখে আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ রকম কোনো ঘটনা শুনিনি। হামলার প্রশ্নই আসে না।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ আমাদের আড্ডারত নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ রকম হামলার পরিণতি কখনও ভালো হবে না।


সর্বশেষ সংবাদ