১৯ এপ্রিল ২০২৩, ২১:৩৬

তারুণ্যের স্বপ্নের ঈদযাত্রা নিরাপদ হোক: ছাত্রলীগ

তারুণ্যের স্বপ্নের ঈদযাত্রা নিরাপদ হোক: ছাত্রলীগ

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রার ফলশ্রুতিতে মানুষের ঈদযাত্রা পূর্বের চেয়ে অধিক সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ হয়েছে। এক্সপ্রেসওয়ে, নতুন হাইওয়ে, ৪ ও ৬ লেনের মহাসড়ক, নতুন সেতু, সম্প্রসারিত রেল যোগাযোগ ব্যবস্থা, জলপথ ও আকাশপথে রুট ও ট্রিপের সংখ্যাবৃদ্ধি ইত্যাদি কারণে কোটি মানুষ স্বল্প সময়ে তাদের পরিবার-পরিজন ও প্রিয়জনের কাছে ঈদ-আনন্দ ভাগাভাগি করতে ছুটে চলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ তৎপরতার কারণে ঈদযাত্রায় যানজট প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে। 

পদ্মাসেতুতে পুনরায় মোটরসাইকেল চালু করার প্রসঙ্গে বলা হয়, আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মাসেতু এবারের ঈদযাত্রাকে আরও প্রশান্তির করে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যের জন্য 'ঈদ উপহার' হিসেবে পদ্মাসেতু দিয়ে মোটরবাইক চলাচলের সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্র ও যুব সমাজ এবং তরুণ প্রজন্মের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। 

নিরাপদ ঈদযাত্রার মাধ্যমে পরিবার-প্রিয়জনের কাছে পৌঁছাতে সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহবান জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ করে মোটর বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, নির্ধারিত গতি মানা, দুইজনের অধিক সংখ্যা না হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা, প্রতিযোগিতা না করা ইত্যাদি নিয়ম পালনের অনুরোধ জানানো হচ্ছে। স্বপ্নময় ঈদযাত্রায় পথ যেন অসচেতনতায় অনাকাঙ্ক্ষিতভাবে রক্তে রঞ্জিত না হয়, সে বিষয়ে তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষ আহবান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।