এক যুগ পর কমিটি পেল নজরুল কলেজ ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার মোট ছয়টি ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের অনুমতি প্রদান করা হলো।
আরও পড়ুন: ঢাকা কলেজ ছাত্রদলের ২৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোট ২৮৩ জন পদ পেয়েছেন। এছাড়া এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে কবি নজরুল সরকারি কলেজ এতে ৩০২ সদস্য নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, এর আগে ২০১০ সালে কলেজ ছাত্রদলের কমিটি হয়েছিল। প্রায় ১২ বছর পর আবার আজ কমিটি হলো। এতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের প্রাধান্য দেয়া হয়েছে। এক যুগ পর কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতারা।