সবার আগে ২০২৬ বিশ্বকাপে পৌঁছাল জাপান

আনন্দে আত্মহারা জাপানের ফুটবলাররা
আনন্দে আত্মহারা জাপানের ফুটবলাররা  © সংগৃহীত

প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল জাপান। বৃহস্পতিবার (২০ মার্চ) এশিয়ান অঞ্চলের বাছাইয়ে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করল তারা।

২০২৬ সালের জুন-জুলাইয়ে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিন স্বাগতিক দেশের বাইরে প্রথম দল হিসেবে বাছাইপর্বের বৈতরণি পেরিয়ে বিশ্বকাপে পা রাখলো জাপানিরা।

‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আগেই কাজটা সহজ করে রেখেছিল জাপান। আজ বাহরাইনকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে কোচ হাজিমে মোরিয়াসুর দল। এদিন ম্যাচের ৬৬তম মিনিটে দিয়াচি কামাদা এবং ৮৭তম মিনিটে তাকেফুসা কুবো জাপানের হয়ে গোল করেন। 

এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে জায়গা করেছে জাপান। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭ ম্যাচে ১০। এই গ্রুপের অন্য দলগুলো হলো- সৌদি আরব (৬ ম্যাচে ৬ পয়েন্ট), ইন্দোনেশিয়া (৭ ম্যাচে ৬), বাহরাইন (৭ ম্যাচে ৬) ও চীন (৬ ম্যাচে ৬)।

৪৮ দলের এই টুর্নামেন্টে এশিয়া থেকে সরাসরি ৮টি দল জায়গা পাবে। এশিয়ান অঞ্চলের তৃতীয় রাউন্ডে তিন গ্রুপে ১৮টি দল খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো পরের রাউন্ডে খেলবে। এই রাউন্ডে দুই গ্রুপে ৬টি দল খেলবে। সেখান থেকে দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে। আর নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে দুই রানার্সআপ দল। যেই দল জিতবে, তারা মহাদেশীয় প্লে-অফে খেলবে।


সর্বশেষ সংবাদ