প্রথম পেনাল্টি নেবেন এমবাপ্পে, পরেরটা নেইমার!
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০২:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২২, ০৩:০৮ PM
অবশেষে 'পেনাল্টিগেট কেলেঙ্কারি'র সমাধান খুঁজে পেয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এমবাপ্পে আর নেইমারের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। সেই আলোচনা শেষে পিএসজি কোচ সিদ্ধান্ত নিয়েছেন, কোনো ম্যাচে প্রথম পেনাল্টি শট নেবেন কিলিয়ান এমবাপ্পে, পরেরটা নেবেন নেইমার।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, নেইমার ও এমবাপ্পের ঝগড়া দ্রুত থামানোর উদ্যোগ নেয় পিএসজির মালিকপক্ষ। এজন্য কোচের সঙ্গে আলোচনায় বসানো হয় তাদের। কারণ ঝামেলার খবর এরইমধ্যে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। মেসি, নেইমারের মতো সিনিয়রদের সঙ্গে এমবাপ্পের আচরণ সমর্থকরাও মানতে পারছিল না। কিন্তু এত কিছুর পরও ফরাসি ফরোয়ার্ডকেই প্রথম পেনাল্টি নেওয়ার সুযোগ দিল প্যারিসিয়ানরা।
পিএসজিতে এমবাপ্পে একা হয়ে পড়েছেন। কারণ চুক্তি নবায়নের সময় পিএসজি তাকে সবার ওপর ছড়ি ঘোরানোর ক্ষমতা দিয়েছিল। যা তার সতীর্থদের পছন্দ হওয়ার কথা নয়। কারণ দলে মেসি, নেইমার, রামোসদের মতো সিনিয়রেরা আছেন।
আরও পড়ুন: এশিয়া কাপের ১০ ধারাভাষ্যকার চূড়ান্ত, বাংলাদেশ থেকে ১ জন
মঁপেলিয়ের বিপক্ষে ৫-২ গোলে জয় পাওয়া ম্যাচ থেকেই ঝামেলার শুরু। ম্যাচটিতে প্রথম পেনাল্টি শট নিয়ে ব্যর্থ হন এমবাপ্পে। পরের পেনাল্টিও তিনি নিতে চেয়েছিলেন, কিন্তু নেইমার নিজেই শট নিয়ে গোল করেন। এতে নাকি বেজায় চটে গেছেন এমবাপ্পে। ম্যাচটিতে তার আচরণ ভালো লাগেনি পিএসজি কর্তৃপক্ষের। তারপরও তারা এমবাপ্পেকেই প্রথম পেনাল্টি নেওয়ার অধিকার দিল।
এদিকে পিএসজি কোচের সিদ্ধান্তে এটাও স্পষ্ট যে, দলের প্রথম পেনাল্টি শট নেওয়াদের মধ্যে মেসিও নেই। দলে কিন্তু লিওনেল মেসির মতো সুপারস্টারও আছেন। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এই ইগোর লড়াইয়ে জড়াতে চাইছেন না।