ঘুরে দাঁড়াল বাংলাদেশ, হোয়াইটওয়াশ থেকে রক্ষা

ঘুরে দাঁড়াল বাংলাদেশ, হোয়াইটওয়াশ থেকে রক্ষা
ঘুরে দাঁড়াল বাংলাদেশ, হোয়াইটওয়াশ থেকে রক্ষা  © ফাইল ছবি

সিরিজের শেষ ওয়ান ডেতে জিম্বাবুয়েকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেন রিয়াদ-তামিমরা। সিরিজ হাত ছাড়া হলেও এদিন শেষ ম্যাচে বোলারদের আগুনে পারফরম্যান্সে ১০৫ রানে জিম্বাবুয়েকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে হারলেই ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা পেত বাংলাদেশ। সেই লজ্জা টাইগাররা এড়িয়েছে ১০৫ রানের জয় দিয়ে। আগের দুই ম্যাচে হারা বাংলাদেশ বুধবার (১০ আগস্ট) শেষ ম্যাচে ২৫৭ রানের লক্ষ্য দিয়ে রোডেশীয়দের ১৫১ রানে অলআউট করেছে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওভার শেষে ৭ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। হাসান মাহমুদ উদ্বোধনী ওভার করতে এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাইতানোকে। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। হাসানের পর দ্বিতীয় ওভারেই আক্রমণে স্পিনার নিয়ে আসেন অধিনায়ক তামিম। আস্থার প্রতিদানও দেন অফস্পিনার মিরাজ। ১ রান করা অপর ওপেনার মারুমানিকে বোল্ড করেন তিনি।

তাইজুল ইসলাম প্রথম ওভার করতে এসে ফিরিয়ে দেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে। মাত্র ১০ রান করেই বিদায় নেন তিনি। এরপর ফিরিয়ে দিলেন ১৩ রান করা টনি মুনিয়োঙ্গাকে। অভিষিক্ত এবাদত হোসেন বল হাতে পেয়েই নায়ক বনে যান। নিজের দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন তিনি। তার শিকার হয়ে মাঠ ছাড়েন মাধভেরে ও বিপজ্জনক সিকান্দার রাজা।

আরও পড়ুন: ১৮ বছর পর ৪০০ রানের ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব

১৫ রান নিয়ে ব্যাট করতে থাকা লুক জংউইয়ের উইকেট নেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হন ক্লিভ মাদান্দেও। ফেরার আগে তিনি করেন ২৪ রান। ফিজ শিকার করেন ব্রাড ইভান্সকেও। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজ শিকার করেন ভিক্টর নাইয়াচির উইকেট। আউট হওয়ার আগে রিচার্ড এনগারাভাকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন তিনি। যা ওয়ানডেতে দশম উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে সব কটি উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪১ রান আসার পর বিদায় নেন তামিম ইকবাল। ৩০ বলে তিনি করেন ১৯ রান। তার ইনিংসে ছিল ৩টি চারের মার। অধিনায়কের বিদায়ের পরের ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্তও।

গোল্ডেন ডাক মেরে নিজের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন এই ব্যাটার। শান্তর পর ইভান্সের সে ওভারেই লাফিয়ে ওঠা বলে অহেতুক শট খেলে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমও। শূন্য রানে অযথা উইকেট ছুড়ে দিয়ে এসে দলকে বিপদে ফেলেন এই অভিজ্ঞ ব্যাটার।

শেষে রিয়াদের সঙ্গে জুটি গড়ে চ্যালেঞ্জিং টার্গেট এনে দিতে লড়ছিলেন আফিফ। তরুণ কাঁধে সামলাতে চেষ্টা করেছেন দলের ভার। বাংলাদেশের ইনিংসের শেষ পর্যন্ত লড়ে গেছেন চ্যালেঞ্জিং একটা সংগ্রহ এনে দিতে। শেষ পর্যন্ত ৮১ বলে ৬ চার ২ ছক্কায় অপরাজিত থাকেন ৮৬ রানে।


সর্বশেষ সংবাদ