টেস্ট খেলবেন সাকিব— জানালেন পাপন

টেস্ট খেলবেন সাকিব
টেস্ট খেলবেন সাকিব  © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পাপন জাননা, আইপিএল খেলার তাড়া না থাকায় সাকিব নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন। এছাড়া সাকিবের সাথে তার আলোচনা দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে আসার পর হবে বলেও জানান তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। এ সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।

সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাকিব আল হাসানের যত অর্জন

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন কি না, বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আইপিএলের জন্য সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন। তবে আইপিএলে দল না পাওয়ায় বদলে গেছে দৃশ্যপট।

আইপিএলের আগে সাকিব জানিয়েছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলবেন, তবে ছুটি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে। কারণটাও স্পষ্ট- দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ চলাকালে শুরু হবে আইপিএল।

এ নিয়ে বিসিবি সভাপতির সাথে সাকিব আল হাসানের আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব। আইপিএলে সাকিবকে কোনো দল না কেনায় টেস্ট খেলতে আপত্তি নেই তার।


সর্বশেষ সংবাদ