জাবির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ক্রিকেট কারনিভাল’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মত ‘প্রলিফিক ক্লাউড ফিফটি বল'স ক্রিকেট কার্নিভাল-২০২২’ আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির মাঠে জাবির সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়।

জানা যায়, টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সমতা নিশ্চিত করতেই ‘সেকেন্ড টাইম’ বাদ দেয়া হয়েছে: ঢাবি ভিসি: 

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গুলশান দুইয়ের সিক্স সিজনস হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ ও জাবির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন, সাব্বির খান ও হাসানুজ্জামান ঝড়ু প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।


সর্বশেষ সংবাদ