সিলেটে শ্বশুরবাড়ি গেলেন মঈন আলী

ক্রিকেটার মঈন আলী
ক্রিকেটার মঈন আলী  © সংগৃহীত

ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার মঈন আলী। বিয়ে করেছেন বাংলাদেশের সিলেটি কন্যা ফিরোজা হোসেনকে। এর আগে কয়েকবার বাংলাদেশ এসে খেললেও কখনো সিলেটে আসা হয়নি তার। এবারই প্রথম আসলেন শ্বশুরবাড়ি এলাকায়।

পাকিস্তান বংশোদ্ভূত এই ক্রিকেটার বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তান তিন দেশকেই নিজের বাড়ি বলে মনে করেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মঈন আলি বলেন, ‘বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি, ইংল্যান্ডও আমার বাড়ি। আমি সিলেটে প্রথমবার, তারা আমাকে সবসময় আসতে বললেও আমার আসা হয় না। আমি এখানে এসে খুব খুশি।’

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়গুলোর ভুল সিদ্ধান্তে শিক্ষার্থীদের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে’

জাতীয় দলের হয়ে এবং বিপিএল খেলতে এর আগেও বাংলাদেশে এসেছেন মঈন আলি। তবে এবারই প্রথমবার সিলেটে আসা। স্ত্রীর কল্যাণে সিলেটের কিছু কিছু ভাষাও বলতে পারেন তিনি। এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সিলেটি ভাষা কিছু পারি, আরও শিখতে চাই। আমি আরও শিখতে চেষ্টা করবো। কারণ, হোটেলে যারা আছে তারাও সিলেটি ভাষায় কথা বলে।’

ছোটবেলায়ই পরিবার নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ফিরোজা হোসেনের বাবা এম হোসেন। তবে দীর্ঘদিন থেকেছেন সিলেটের পীর মহল্লায় নিজের বাড়িতে। এখনও দেশে আসলে পীর মহল্লার বাড়িতেই ওঠেন তারা। তবে খেলোয়াড়ি ব্যস্ততার কারণে এর আগে কখনও স্ত্রীর সঙ্গে সিলেটে যাওয়া হয়নি ইংলিশ অলরাউন্ডারের।


সর্বশেষ সংবাদ