টি-টোয়েন্টিতে প্রথম কিউইদের হারাল টাইগাররা

মুশফিকের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের
মুশফিকের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের  © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিউইদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিন্ম রানের লজ্জায় ডোবানোর দিনে সাত উইকেটের দুর্দান্ত জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আটটি টি-টোয়েন্টির সবকয়টিই হেরেছিল মাহমুদউল্লাহ-সাকিবরা।

আজ বুধবার বিকেলে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ১৬ দশমিক ৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬০ রান তোলে টম ল্যাথামের দল। জবাবে সাকিব আল হাসানের ২৫ রানের ইনিংসে ভর করে পাঁচ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ব্যাট হাতে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম ও ১৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

স্বল্প রান মোকাবিলায় শুরুটা নড়বড়ে হয় বাংলাদেশের। মাত্র সাত রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারের প্রথম বলে এক রান করে ফেরেন নাঈম শেখ। পরের ওভারের পঞ্চম বলে ফেরেন লিটন দাস। তৃতীয় উইকেটের জুটিতে সাকিবের সঙ্গে ধাক্কা কাটিয়ে তোলেন মুশফিকুর রহিম। ৩০ রানের এই জুটি ভাঙেন রচীন রবীন্দ্র। ২৫ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি টেকনিক্যাল কমিটি

শেষের দিকে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পাঁচ ওভার বাকি থাকতেই সাত উইকেটের সহজ জয়ের দেখা পায় স্বাগতিকরা। কিউইদের বিপক্ষে প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ। ব্যাট হাতে ১৬ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী রিয়াদ ছিলেন ১৪ রানে অপরাজিত।


সর্বশেষ সংবাদ