নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ

বাংলাদেশ-নিউইজিল্যান্ডের লড়াই
বাংলাদেশ-নিউইজিল্যান্ডের লড়াই  © সংগৃহীত

অচেনা নিউজিল্যান্ড দলের সঙ্গে খেলতে নেমে যে এমন পারফরম্যান্স দেখাবেন টাইগার বোলাররা তা হয়তো কেউ কল্পনাও করেননি। বল হাতে স্পিনারদের একের পর এক দাপুটে ওভার কিউইদের ব্যাটিং লাইনআপ ধসে দেয়। মাত্র নয় রান তুলতেই চার উইকেট হারানো কিউইদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবায় টাইগাররা।

আজ বুধবার বিকেলে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে এসে ১৬ দশমিক ৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬০ রান তোলে সফরকারীরা। এটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রান।

২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে ৬০ রানে সবকয়টি উইকেট হারানোর রেকর্ডটি এতদিন তাদের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল।

ফিল্ডিংয়ে এসে দারুণ শুরু করে টাইগার স্পিনাররা। ইনিংসে প্রথম ওভারে বল হাতে ব্রেক থ্রো এনে দেন শেখ মেহেদী। পরের ওভারে নাসুম উইকেট না পেলেও তৃতীয় ওভারে বল করতে এসেই উইল ইয়াংকে ফেরান সাকিব। চতুর্থ ওভারে বল হাতে শুরুতে কলিন ডি গ্র‌্যান্ডহোম ও শেষ বলে টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

ম্যাচের ১৫তম ওভারে প্রথম মুস্তাফিজের হাতে বল তুলে ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে প্রথম বলেই আস্থার প্রতিদান দেন তিনি। আজাজকে ফিরিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপের শেষটাও ভাঙেন তিনি। একই ওভারের পঞ্চম বলে ডগ ব্রেসওয়েলকে ফেরান তিনি। মাত্র ৫ রান করে ফেরেন তিনি। নিজের পরের ওভারে এসে কিউইদের দশম উইকেট তুলে নেন মুস্তাফিজ। জ্যাকব ডাফি ফিরিয়ে ৬০ রানে অল আউট করে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ