সবাইকে ছাড়িয়ে শীর্ষে সাকিব

  © ফাইল ফটো

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শীর্ষন্থানে উঠা-নামার প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে শীর্ষে ওঠেছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবরে সংগ্রহ ছিলো ৪২৫ রান। কিন্তু আফগানাদের বিপক্ষে ৫১ রান করায় এই অলরাউন্ডারের ঝুলিতে জমা হয় ৪৭৬ রান। যা তার নিকটতম প্রতিযোগীর চেয়ে ২৫ রান বেশি।

এছাড়া এ নিয়ে সাকিরে ১ হাজার রানের মাইল পলক পূর্ণ হয়েছে। গত তিন বিশ্বকাপে ২১ ম্যাচে সাকিবের রান ছিল ৫৪০। এই বিশ্বকাপে ৬ ম্যাচে করেছেন ৪৭৩ রান। তাতেই হাজার রান ছাড়িয়ে যান সাকিব আল হাসান।

আর এবারের বিশ্বকাপে রানের প্রতিযোগীতায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা ওয়ার্নারের সংগ্রহ ৪৪৭ রান। ৪২৪ রান করে ইংলিশ ব্যাটসম্যান জো রুট রয়েছেন তৃতীয় স্থানে। ৩৯৬ রান করে চতুর্থ স্থান দখল করে আছেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৭৩ রান করে পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলয়ামসন।


সর্বশেষ সংবাদ