কখন জাতীয় দলে খেলবেন, সিলেটি ভাষায় জানালেন হামজা চৌধুরী
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ PM

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, হামজা কখন জাতীয় দলে খেলবেন, তা তিনি নিজেই জানিয়েছেন।
জানা গেছে, এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে তার অভিষেক হতে পারে হামজার। তবে নির্দিষ্ট তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে হামজা নিজেই জানালেন সম্ভাব্য অভিষেকের কথা।
ইংল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’-কে দেয়া এক সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলে ভক্তদের মুগ্ধ করেন, ‘ জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।’
এছাড়া, বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। বাংলাদেশ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। ইনশাআল্লাহ, আমি দেশের জন্য সফল হতে পারব।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজার অন্তর্ভুক্তি ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে। মার্চে তার অভিষেক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা।