ডিসেম্বরে আইসিসি সেরা জাসপ্রিত বুমরাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ PM
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরুষ বিভাগে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ডেন পিটারসনকে পেছনে ফেলেন তিনি। এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন বুমরাহ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসনকে পেছনে ফেলে ২০২৪ সালের ডিসেম্বরে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দারুণ পারফরম্যান্স কারণে তিনি পেয়েছেন এই মাসসেরার খেতাব। যদিও ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হেরেছিল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন বুমরাহ। ঐ সিরিজে সর্বোচ্চ উইকেটধারী বোলার ছিলেন তিনি।
বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টে ২২ উইকেট নেন বুমরাহ। যদিও ওই তিন ম্যাচের দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া এবং ড্র হয়েছে আরেকটি ম্যাচ।
এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে আইসিসি ক্রিকেট ডট কম (icc-cricket.com) সাইটে গিয়ে ভোটদান করে থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে আইসিসির হল অব ফেম-এ থাকা প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য প্রাক্তনদের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত প্যানেলও ভোট দিয়ে থাকে।