চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে শরীফুল বাদ পড়লেন কেন?

শরীফুল ইসলাম
শরীফুল ইসলাম  © সংগৃহীত

শুধু লিটন দাসই নন, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ পেসার কেন বাদ পড়লেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ২৩ বছর বয়সী শরীফুল বেশ কিছুদিন ধরে ছন্দে নেই। বাঁহাতি এই পেসার গত তিন মাসে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন। কিন্তু সর্বশেষ ৬ ম্যাচে নিতে পেরেছেন মাত্র ৩ উইকেট।

গত বছর জুলাইয়ে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সময় থেকে চোট বয়ে নিয়ে বেড়াচ্ছেন শরীফুল। কুঁচকির চোটের কারণে আগস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতেও খেলেননি। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও ভালো করতে পারছেন না শরীফুল। চিটাগং কিংসের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচে নিয়েছেন ২ উইকেট; বল হাতে বেশ খরুচেও ছিলেন।

সব মিলিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফের মনে হয়েছে শরীফুল এ মুহূর্তে ছন্দে নেই, এজন্য তাকে বাদ দেওয়া হয়েছৈ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,  ‘তিনি (শরীফুল) কানাডা থেকে একটা চোট নিয়ে এসেছেন। বিভিন্ন প্রোগ্রামের পর আবার দলে এসেছেন। তবে আমাদের মনে হয়েছে সেরা অবস্থায় নেই। তাই তাঁকে পেতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’


সর্বশেষ সংবাদ