হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, বিতর্ক উসকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ PM
ভারতের অন্যতম প্রধান ভাষা হিন্দি। তবে সেখানের অনেক রাজ্যে হিন্দির তেমন প্রচলন নেই। এছাড়াও হিন্দি ভাষার আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, হিন্দির আগ্রাসন বারবার রুখে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো। এবার ওই আন্দোলনকে যেন উসকে দিলেন ভারতের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু থেকে উঠে আসা এই ক্রিকেটার সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এই ক্রিকেটার সাফ বলেন, ‘হিন্দি ভারতের শুধু সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।’ তার এই মন্তব্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
সম্প্রতি চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন। হিন্দি ভাষা নিয়ে তার এই মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন। হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই নতুন কিছু নয়। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করে আসছে দক্ষিণের রাজনৈতিক দলগুলো।
কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘কেউ যদি ইংরেজি বা তামিল ভাষায় স্বচ্ছন্দ না হন, তাহলে হিন্দিতে প্রশ্ন করতে পারেন।’ তারকা ক্রিকেটারের মুখে এমন কথা শুনে খানিকটা স্তব্ধ হয়ে যায় অনুষ্ঠানস্থল। সেটা খেয়াল করেই অশ্বিন স্পষ্ট করে বলেন, ‘আমার মনে হয় এটা বলা উচিত। হিন্দি কিন্তু আমাদের জাতীয় ভাষা নয়। এটা আমাদের কাজের ভাষা।’
কলেজের অনুষ্ঠানে কথা বলার জন্য মঞ্চে উঠে অশ্বিন প্রথমে জেনে নেন, উপস্থিত শ্রোতাদের মধ্যে কত জন ইংরেজি, তামিল এবং হিন্দি জানেন। তিনি জিজ্ঞেস করেন, ‘এখানে ইংরেজি কত জন বোঝো?’ কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বেশির ভাগ চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এর পর তিনি তামিল নিয়ে প্রশ্ন করেন। সেখানেও ভালোই সাড়া পাওয়া যায়। সব শেষে অশ্বিন বলেন, ‘হিন্দি কত জন বোঝো?’ এ প্রশ্নে কলেজের ছাত্রছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম হয়। তার পরেই অশ্বিন বলেন, ‘হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।’
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানে হিন্দিকে দেশটির সরকারি ভাষা বলে অভিহিত করা আছে। তবে অনেকে মনে করে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। এটা নিয়ে ভারতে হিন্দি বনাম আঞ্চলিক ভাষার লড়াই নতুন কিছু নেই। বরাবরই দেশের রাজনীতির হটটপিক এটি। অনেক রাজ্যই অভিযোগ করে থাকেন জোর করে হিন্দি ভাষাকে চাপানোর চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের শাসক দলের তরফে। এবার সেই বিতর্কে নাম জড়াল রবিচন্দ্রন অশ্বিনের।