রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার কী শেষ?

রোহিত শর্মা
রোহিত শর্মা  © সংগৃহীত

মেলবোর্ন টেস্টে হারতেই ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে। অলৌকিক কিছু না ঘটলে লর্ডসে খেলা হবে না রোহিত শর্মাদের। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হয়েছে সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। এই টেস্টের আগে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে একটিই খবর ভাসছিল। সম্ভবত মেলবোর্নেই জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত! তাকে হয়ত আর সিডনিতে দেখা যাবে না। আশঙ্কাই সত্যি প্রমাণিত হল! রোহিতকে ছাড়াই সিডনিতে প্রথম একাদশ বেছে নিলেন গৌতম গম্ভীর। রোহিতের জায়গা এলেন শুভমান গিল! তাহলে কি সত্যিই টেস্ট ক্যারিয়ার শেষ রোহিত শর্মার? মেলবোর্নেই রোহিত জীবনের শেষ টেস্ট খেলে ফেললেন বলে মত সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রি।   

কিছুদিন আগে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া সিরিজ থেকেই রোহিতকে নিয়ে টুকটাক প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। সেসব পরে আরও উচ্চকিত হয়েছে চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে। প্রথম টেস্টে পারিবারিক কারণে তার না খেলা নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। পরে ব্যাট হাতেও দুঃসময় থেকে বের হতে পারেননি তিনি। সিরিজে তিন টেস্টে তার মোট রান ৩১।

রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশ্নের পথ ধরে শেষ পর্যন্ত সিডনি টেস্টের একাদশে নেই তিনি। সহ-অধিনায়ক ও এই টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ টসের সময় জানান, নিজে থেকেই বিশ্রাম বেছে নিয়েছেন রোহিত। পরে লাঞ্চ বিরতিতে টিভিতে আলোচনায় গাভাস্কার বলেন, টেস্টে রোহিতের শেষ তিনি দেখে ফেলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারে, মেলবোর্ন টেস্টই হয়ে থাকবে রোহিত শার্মার শেষ ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্র শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে এবং নির্বাচকরা চাইবেন এমন একজনকে, যাকে ২০২৭ ফাইনাল পর্যন্ত পাওয়া যাবে। ভারত ফাইনালে খেলবে কী খেলবে না, সেটা অন্য ব্যাপার। তবে নির্বাচক কমিটি হয়ত এমনটিই করবে। টেস্ট ক্রিকেটে সম্ভবত রোহিতকে শেষবারের মতো আমরা দেখে ফেলেছি।’

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা সামান্যই। তাদের পরের টেস্ট সিরিজ তাই আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে। ঘরের মাঠে পরের সিরিজ খেলবেন তারা বছরের শেষ দিকে।

রোহিতদের সাবেক কোচ শাস্ত্রিও ধারাভাষ্যে বলেন একই কথা। তিনি বলেন, ‘সামনে যদি ঘরের মাঠে মৌসুম থাকত, তাহলে সে হয়ত চালিয়ে যাওয়ার কথা ভাবতে পারত। তবে আমার মনে হয়, এই টেস্ট শেষেই সে থেমে যাওয়ার ঘোষণা দেবে। তার বয়স তো কমছে না। এমন নয় যে, ভারতের তরুণ ক্রিকেটার নেই। অনেক ভালো ক্রিকেটার উঠে আসছে এবং গড়ে তোলার সময় এখনই। কঠিন সিদ্ধান্ত, তবে সবকিছুরই সময় আসে একটা পর্যায়ে।’

ব্যাট হাতে রোহিতের বাজে সময় চলে আসছে চল বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে থেকেই। বাংলাদেশের বিপক্ষে চার ইনিংস মিলিয়ে তার রান ছিল ৪২, নিউ জিল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংস মিলিয়ে ৯১। সবশেষ ১৫ ইনিংসে তার ফিফটি একটি।

সত্যিই আর টেস্ট না খেললে ৬৭ টেস্টে ১২ সেঞ্চুরিতে ৪০.৫৭ গড়ে ৪ হাজার ৩০১ রান নিয়ে শেষ হবে ৩৭ বছর বয়সী ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার।


সর্বশেষ সংবাদ