সিডনি টেস্টে বাদ পড়লেন অধিনায়ক রোহিত

রোহিত শর্মা
রোহিত শর্মা  © সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণার পর সে গুঞ্জনকে সত্যি করে টেস্টে না খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। 

দলের সহ-অধিনায়ক ও এই টেস্টের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ এ বিষয়ে বলেন, ‘এতেই ফুটে উঠছে যে, দলের ভেতর একতা কতটা।’

টসের পর তিনি বলেন, ‘আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু অধিনায়ক নিজের ইচ্ছায় দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় আমাদের দলের একতা কতটা দৃঢ়। কেউ নিজে খেলার জন্য খেলেন না, সবসময় দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।’

ভারতের ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক এবং দলে অশান্তি নিয়ে জিজ্ঞেস করা হলে বুমরাহ এসব খবর অস্বীকার করেছেন।

তবে রোহিতের না খেলার কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি বুমরাহ। হতে পারে তার অফফর্ম একটি কারণ। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি তিনি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। সব মিলিয়ে তাকে নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয় ভারত। এবার সিডনি টেস্টের না থাকায় তার টেস্ট ক্যারিয়ারই শেষ বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ