বিপিএল ২০২৫
শাকিব খান মাঠে থাকবেন আজ, জিততে পারবে কি ঢাকা ক্যাপিটালস?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ PM
ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে শুরু হয়েছে। মাঠে গড়িয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। এদিন তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
জানা গেছে, নিজ দলের খেলা শাকিব খান মাঠে বসেই দেখবেন। গণমাধ্যমকে খবরটি জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের আরেক স্বত্বাধিকারী মিজানুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।
বিপিএলের ১১তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খান। সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাকে। গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব।
বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিন ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন। এদিন শাকিব জানিয়েছেন, বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ! সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি একসঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’
বিপিএলে দল গড়ার ঘোষণার পর থেকে দেশ ও বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’