মেসি-স্কালোনি ছাড়া কঠিন পরীক্ষায় পাস আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা  © সংগৃহীত

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে আজ পেরুর বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন মেসি। আবার নিষেধাজ্ঞায় ছিলেন লিওনেল স্ক্যালোনি। তবে লিওনেল মেসি না থাকলেও জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি স্ক্যালোনির দলের। বলা যায় পেরুর বিপেক্ষ মেসি-স্কালোনি ছাড়া আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। সে পরীক্ষায় খুব ভালোভাবে পাস করেছে আলবিসেলেস্তেরা।

রোববার (৩০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। লাওতারো মার্তিনেজের জোড়া গোলে পেরুর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।  

প্রথমার্ধে ৮০ শতাংশ বল পজিশন ধরে রেখে পেরুর গোলমুখে নিয়ে মাত্র ৬টি শটই করতে পারে আলবিসেলেস্তেরা। যার মধ্যে টার্গেটে ছিল মাত্র ৩টি। অন্যদিকে, পেরু আর্জেন্টিনার গোলমুখে মাত্র একটি শট করতে সক্ষম হয়। এতে প্রথমার্ধ ছিল গোল শূন্য।

বিরতি থেকে ফিরেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে ডি মারিয়ার পাসে গোলটি করেন এ ইন্টার মিলান স্ট্রাইকার। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটাও প্রায় পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস তালিয়াফিকোর করা গোলটি বাতিল হয় ফাউল করার কারণে।

এরপর আবারও দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আলবিসেলেস্তেদের পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করতে ব্যর্থ হন পারাদেস। গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও, পারাদেসের শট ফিরে আসে পোস্টে লেগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। 

টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম বসালেন লাউতারো মার্টিনেজ। ২০০১ সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের। ২৩ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি। 

এই জয়ে  গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা।  ৩ ম্যাচে ৯ পয়েন্ট গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা।  


সর্বশেষ সংবাদ