স্ত্রী-সন্তানের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৮:৪২ AM

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লিচুপাড়া গ্রামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্বামী মহরম আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে লাকি আক্তার (২৮) ও তার মেয়ে মরিয়ম আক্তারের (৬) মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মহরম আলী পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চকযামেনি কাজিপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে লাকি বেগমকে (২৬) বিয়ে করেন। তাদের সংসারে ৬ বছর বয়সী কন্যাসন্তান মরিয়ম জন্ম নেয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মহরম আলী লাকিকে পরকীয়ার সন্দেহ করতেন, যা নিয়ে দাম্পত্য কলহ চলছিল।
মঙ্গলবার সকালে মহরম আলী প্রথম স্ত্রীর মেয়েকে সেমাই-চিনি দিতে যান। এরপর দুপুরে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ওঠে যে লাকি বেগম ও তার মেয়ে মরিয়ম একই রশিতে গলায় দড়ি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং স্বামী মহরম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাড়ির বারান্দায় পড়ে থাকা দুই মরদেহ উদ্ধার করি। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মহরম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।